Search This Website For Our Any Products Information 👇

আল কুরআন ও আল হাদীস থেকে প্রার্থনা # Prayer From Al Quran and Al Hadith

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
001 : 01 # যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
001 : 02 # যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
001 : 03 # যিনি বিচার দিনের মালিক।
001 : 04 # আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
001 : 05 # আমাদেরকে সরল পথ দেখাও,
001 : 06 # সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ
001 : 07 # তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছেএবং যারা পথভ্রষ্ট হয়েছে।
002 : 286 # আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না, সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর বর্তায় যা সে করে। হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না। হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ, হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।

No comments: