মাত্র 25 মিনিটে সওয়াব অর্জন করুন 10,66,66,666 টি।
সূরাহ ইখলাস এর ফজিলত। একবার সূরাহ ইখলাস তারতিল সহ বা ধীরে ধীরে সুন্দর করে পাঠ করতে সময় লাগে মাত্র 15 সেকেন্ড। যদি একবার পাঠ করেন তাহলে কোরআনের এক তৃতীয়াংশ সমতুল্য। তাহলে তিন বার পাঠ করলে এক খতম কোরআন পাঠ করার সমান সওয়াব হয়।
আর আমরা জানি সম্পূর্ণ কোরআনে প্রায় 3,20,000 অক্ষর আছে, একটি অক্ষর পাঠ করলে 10 টি নেকি হয়, তাহলে সম্পূর্ণ কোরআন পাঠ করলে সওয়াব হবে 3,20,000 X 10 = 32,00,000 বত্রিশ লক্ষ নেকি হয় বা সূরাহ ইখলাস তিন বার পাঠ করলে সমান সওয়াব হবে।
যদি দিনে 100 বার সূরাহ ইখলাস পাঠ করি তাহলে মোট = 100/3=33.334 বা 33.334 বার কোরআন খতম হবে।
একবার কোরআন খতম করলে সওয়াব হয় = 32,00,000 নেকি।
তাহলে 100 বার সূরাহ ইখলাস পড়লে সওয়াব হবে 32,00,000 X 33.334 = 10,66,66,666 সওয়াব। দশ কোটি চেষট্টি লক্ষ চেষট্টি হাজার ছয়শত চেষট্টি টি সওয়াব হবে যদি 100 বার সূরাহ ইখলাস আমরা পাঠ করি।
একবার কোরআন খতম করলে সওয়াব হয় = 32,00,000 নেকি।
তাহলে 100 বার সূরাহ ইখলাস পড়লে সওয়াব হবে 32,00,000 X 33.334 = 10,66,66,666 সওয়াব। দশ কোটি চেষট্টি লক্ষ চেষট্টি হাজার ছয়শত চেষট্টি টি সওয়াব হবে যদি 100 বার সূরাহ ইখলাস আমরা পাঠ করি।
প্রতিদিন যদি এই ভাবে আমরা পাঠ করি তাহলে বছরে কি পরিমান সওয়াব হবে ও সারা জীবনে কি পরিমান সওয়াব অর্জন করতে পারবো একবার ভেবে দেখুন।
100 বার সূরাহ ইখলাস পাঠ করতে সময় লাগবে মাত্র 25 মিনিটের মত।
100 বার সূরাহ ইখলাস পাঠ করতে সময় লাগবে মাত্র 25 মিনিটের মত।
আসুন আজ থেকে প্রতিদিন সূরাহ ইখলাস কমপক্ষে 100 বার পাঠ করি ।
এই সওয়াব কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমাদের সওয়াবের পাল্লাকে ভারী করবে ও আমাদের কাজে আসবে।
No comments:
Post a Comment